জিডি/সাধারণ ডায়েরি করার নিয়ম

Table of Contents

জিডি/সাধারণ ডায়েরি করার নিয়ম

জিডি/সাধারণ ডায়েরি কী?

জিডি হলো থানায় একটি লিখিত সাধারণ অভিযোগ বা তথ্য নথিভুক্ত করার মাধ্যম।
যেসব ক্ষেত্রে সরাসরি মামলা (FIR) হয় না, সে সব বিষয়ে ভবিষ্যতের প্রমাণ হিসেবে এই জিডি করা হয়।

কোন কোন কারণে জিডি করবেন?

১.মোবাইল ফোন হারানো
২.জাতীয় পরিচয়পত্র (NID) হারানো
৩.পাসপোর্ট হারানো
৪.চেকবই / ব্যাংক কাগজ হারানো
৫.গুরুত্বপূর্ণ কাগজপত্র হারানো
৬.হুমকি পাওয়া
৭.কেউ নিখোঁজ হওয়া
৮.ভুল তথ্য/গুজব প্রতিরোধ
৯.ভবিষ্যৎ ঝামেলা এড়াতে আগাম নোট
অর্থাৎ যে সব বিষয়ে মামলা হয় না বা অআমল যোগ্য অপরাধ বিষয়ে জিডি করবেন।

থানায় হাজির হয়ে জিডি করার নিয়ম

১। নিকটস্থ থানায় যেতে হবে।

👉 যেখানে ঘটনা ঘটেছে, সেখানে নিকটস্থ/অর্থাৎ যেই থানা এরিয়ায় ঘটনা ঘটেছে যেই থানায় যেতে হবে।

২.ডিউটি অফিসারকে জানাতে হবে।

আপনি কোন বিষয়ে সাধারণ ডায়েরি করবেন, তার বিস্তারিত সহ বলবেন। তিনি আপনাকে বিস্তারিত জানাবেন।

অন্য পোস্টঃ শূন্য উপন্যাস বই – হুমায়ূন আহমেদ

৩. জিডির আবেদন লিখতে হবে।

জিডিতে কি কি বিষয় থাকতে হবে—

√আপনার এনআইডি কার্ড/জন্ম সনদ অনুযায়ী নাম
√পিতার নাম
√ঠিকানা
√আপনার সচল মোবাইল নম্বর
√ঘটনার দিন তারিখ ও সময়
√ঘটনার বিস্তারিত বর্ণনা
√কারণ বা কী সমস্যা
এছাড়া থানায় সাধারণত জিডি ফরম্যাট বই থাকে, সেখানে লিখে দিতে পারেন। বর্তমান সময়ে নাও থাকতে পারে। কারণ এখন জিডি অনলাইন হয়েছে।

৪. জিডি নম্বর সংগ্রহ করবেন

থানায় ডিউটি অফিসার জিডি গ্রহণ করার পরে আপনাকে একটি GD Number দিবেন। এই জিডি নম্বর খুবই গুরুত্বপূর্ণ, এটি সংরক্ষণ করুন।

অনলাইনে জিডি করার নিয়ম

বাংলাদেশ পুলিশ এখন অনলাইনে জিডি করার জন্য ওয়েবসাইট এবং অ্যাপ পাবলিশ করেছে।

🔗 অনলাইন জিডি ওয়েবসাইট

অনলাইনে যেসব জিডি করতে পারবেন:

১.মোবাইল হারানো
২.NID হারানো
৩.পাসপোর্ট হারানো
৪.ড্রাইভিং লাইসেন্স হারানো
৫.অন্যান্য আবেদন ( অন্যান্য আবেদন করার জন্য আলাদা অপশন রয়েছে)

ওয়েবসাইটের মাধ্যমে জিডি করার নিয়ম

1. ওয়েবসাইটে প্রবেশ করুন
2. আপনার ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন
3. আপনার মোবাইল নম্বরে আসা ৬ ডিজিটের কোড দিয়ে OTP ভেরিফিকেশন সম্পুর্ন করুন
4. জিডি’র ক্যাটাগরি নির্বাচন
5.বিস্তারিত তথ্য পূরণ করুন
6. এরপর সাবমিট করুন
7. জিডির কপি ডাউনলোড/সংরক্ষণ করুন

বিনামূল্যে অনলাইন জিডি করুন

গুগল প্লেস্টোর থেকে online GD অ্যাপ ডাউনলোড করুন। আপনার জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে, অ্যাকাউন্ট তৈরি করুন। এবং আপনি নিজেই ঘরে বসে অনলাইনে জিডি করুন।

অনলাইন জিডি অ্যাপ রেজিস্ট্রেশন করার নিয়ম

১. অ্যাপ ডাউনলোড করুন

Google Play Store এ গিয়ে সার্চ করুন:“Online GD (Bangladesh Police)”
এরপর অ্যাপটি Install করুন। এরপর  অ্যাপ ওপেন করুন এবং রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন
(অ্যাপ চালু করলে Register / Sign Up অপশন দেখতে পাবেন) সেখানে ক্লিক করুন।

২.প্রয়োজনীয় তথ্য দিন
আপনাকে কিছু তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। যেমনঃ-
A.আপনার পুরো নাম (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)
B. আপনার মোবাইল নম্বর ( নিজের সচল মোবাইল নম্বর)
C. ই-মেইল ঠিকানা (বাধ্যতামূলক নয়)
D. জাতীয় পরিচয়পত্র নম্বর (NID) বা জন্ম নিবন্ধন নম্বর
E. জন্ম তারিখ
F. সম্পুর্ন ঠিকানা

৪. OTP ভেরিফিকেশন
আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি OTP কোড আসবে, সেই কোড টি অ্যাপে বসিয়ে Verify অপশনে ক্লিক করুন।
৫. পাসওয়ার্ড সেট করুন
আপনার মনে থাকবে এমন শক্তিশালী Password দিন, এরপর Confirm অপশনে ক্লিক করুন বা Submit করুন/ রেজিস্ট্রেশন সম্পন্ন।

অনলাইন জিডি অ্যাপ রেজিষ্ট্রেশন সম্পুর্ন হয়েছে, এখন আপনি অনলাইনে জিডি করতে পারবেন। অনলাইন জিডির কপি ডাউনলোড করতে পারবেন।অনলাইন  জিডির স্ট্যাটাস চেক করতে পারবেন।

অন্য পোস্টঃ স্টক মার্কেট ব্যবসা নতুনরা কিভাবে করবেন

জিডি করতে কোনো টাকা লাগে?

উত্তরঃ  না
বাংলাদেশে জিডি করা সম্পূর্ণ বিনামূল্যে।
কেউ টাকা চাইলে তা অপরাধ বা আইন বিরোধী।

জিডি করতে কত সময় লাগে?

থানায় হাজির হয়ে জিডি করতে আনুমানিক ১৫ থেকে ৩০ মিনিট লাগতে পারে। তবে ডিউটি অফিসারের কাজের চাপ বা ব্যাস্ততার উপর নির্ভর করে। এবং অনলাইনে জিডি করতে ৫ থেকে ১০ মিনিট সময় লাগে।

গুরুত্বপূর্ণ বিষয়

১.জিডি স্পষ্ট ভাবে লিখুন
২.ভুল তথ্য দিবেন না
৩.জিডির কপি সংরক্ষণ করুন বা ছবি তুলে রাখুন
৪.ভবিষ্যতে মামলা হলে এই জিডির কপি প্রমাণ হিসেবে কাজ করে
৫.একাধিক অনলাইন জিডি অ্যাকাউন্ট করবেন না
৬. অনলাইন জিডিতে NID/জন্ম নিবন্ধন অনুযায়ী তথ্য মিলতে হবে
৭.ভুল তথ্য দিয়ে জিডি করলে জিডি বাতিল হতে পারে

সাধারণ জিডি লেখার নমুনা

বরাবর,
অফিসার ইনচার্জ
________ থানা, ______ জেলা।

বিষয়: সাধারণ ডায়েরি জন্য আবেদন।

আমি  __(আপনার নাম)_______, পিতা ____(আপনার পিতার নাম)_____, ঠিকানা ___(আপনার বর্তমান ঠিকানা)______।
বিনীত নিবেদন এই যে, গত ______ তারিখ আনুমানিক ______ সময় আমার
________ (এখানে বিস্তারিত ঘটনা লিখুন) ঘটেছে।

অতএব মহোদ্বয়ের নিকট আবেদন ভবিষ্যতের প্রয়োজনে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি।

বিনীত নিবেদক
নাম:
মোবাইল:
তারিখ:
স্বাক্ষর:

গুরুত্বপূর্ণ মতামত
সকল আইনী কাজে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিবেন। জিডি করার পূর্বে থানায় পুলিশ ডিউটি অফিসারের কাছে থেকে বিস্তারিত জেনে নিবেন। এবং পারিবারিক কোনো বিষয়ে সাধারণ ডায়েরি করবেন না।

1 thought on “জিডি/সাধারণ ডায়েরি করার নিয়ম”

Leave a Comment