নতুনরা Export Import Business কিভাবে করবেন
বর্তমান সময়ে বিশ্বে Export Import Business ব্যবসা সবচেয়ে লাভজনক এবং আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ব্যবসাগুলোর মধ্যে অন্যতম। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে রপ্তানি ও আমদানি ব্যবসা দিন দিন বাড়ছে।
তবে অনেকেই প্রশ্ন থাকে –
১. Export Import Business কিভাবে শুরু করবেন?
২. লাইসেন্স করতে হবে কি না?
৩. কত টাকা ইনভেস্ট করতে হবে?
৪. কিভাবে বিদেশি ক্রেতা পাওয়া যাবে?
এই বিষয়ে বিস্তারিত সহজ ভাষায় জানতে পারবেন।
Export Import Business কী?
Export Import Business বলতে বোঝানো হয়ঃ-
১. নিজের দেশের পণ্য বিদেশে বিক্রি করা কে Export business বলা হয়।
২. বিদেশ থেকে পণ্য নিজের দেশে নিয়ে এসে বিক্রি করা কে Import business বলা হয়।
উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে যে,বাংলাদেশ থেকে কোনো পণ্য অন্য পাঠানো হলো, এটাই Export business. অন্য কোনো দেশ থেকে কোনো পণ্য নিজ দেশে এনে বিক্রি করা Import business
Export Import Business কেন করবেন?
আন্তর্জাতিক মার্কেটে ব্যবসা
একটি দেশের মধ্যে ব্যবসা না করে আপনি পুরো বিশ্বের একই সাথে ব্যবসা করতে পারেন বা করবেন। এটাই মূলত আন্তর্জাতিক মার্কেটে ব্যবসা বোঝানো হয়।
বেশি প্রফিট পাওয়া
নিজ দেশে স্থানীয় ভাবে ব্যবসা করার তুলনায় এক্সপোর্ট ইমপোর্টে ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি থাকে । আপনার জন্য এক্সপোর্ট ইমপোর্টে ব্যবসা একটি সাফল্যের দরজা হতে পারে। যদি আপনি সঠিক রোড ম্যাপ জেনে যান।
বৈদেশিক মূদ্রা উপার্জন এক্সপোর্ট ইমপোর্টে ব্যবসায়
Export Business করলে আপনি USD/ Euro/Pound সহ বৈদেশিক মূদ্রা আয় করতে পারবেন। যা আপনার দেশের মুদ্রার মানের চেয়ে বেশি হবে।
এক্সপোর্ট ইমপোর্টে ব্যবসায় সরকারি সুযোগ সুবিধা
আপনার দেশের সরকার রপ্তানিকারকদের জন্য কিছু সুবিধা দিয়ে থাকে। যেমন-
১.ক্যাশ ইনসেনটিভ
২.ট্যাক্স সুবিধা
৩.ব্যাংক সাপোর্ট
Export Import ব্যবসার এর ধরন
১. Export Business
আপনি যদি আপনার পণ্য বিদেশে বিক্রি করেন। সেটা Export ব্যবসা।
২. Import Business
বিদেশ থেকে পণ্য আপনার দেশে নিয়ে এসে বিক্রি করেন, সেটা import ব্যবসা।
৩. Export–Import দুটোই
একই সাথে রপ্তানি ও আমদানি দুটো ব্যবসা করা।
৪. Indenting / Trading
নিজে পণ্য না রেখে Buyer ও Seller এর মধ্যে এক্সপোর্ট ইমপোর্টে ব্যবসার মাধ্যমে কমিশনের ভিত্তিতে ব্যবসা করাই হলো Indenting /Trading।
Export Import Business শুরু করতে কী কী লাগবে?
প্রাথমিক যা যা প্রয়োজন হবে
১. জাতীয় পরিচয়পত্র (NID)
৩. ট্রেড লাইসেন্স
৩. ব্যাংক একাউন্ট
৪. ব্যবসায়িক ঠিকানা
৫. প্রাথমিক মূলধন
Export Import Business শুরু করার সকল প্রক্রিয়া
১.আপনি কি ব্যবসার করতে চান তার ধরন নির্ধারণ করুন
২.নিজেকে প্রশ্ন করুন যে, আপনি Export না কি Import ব্যবসা করবেন?
৩.কোন পণ্য নিয়ে ব্যবসা করবেন?
৪.কোন দেশের সাথে ব্যবসা করবেন?
ব্যবসায়ীক ট্রেড লাইসেন্স করুন
আপনার স্থানীয় সিটি কর্পোরেশন / ইউনিয়ন পরিষদ থেকে
Trade License করে নিবেন।
ট্রেড লাইসেন্সে অবশ্যই উল্লেখ থাকবে:
১.Business Type: Export Import
২.Business Name: ……………
ব্যবসায়ীক ব্যাংক একাউন্ট খুলুন
একটি ব্যবসায়ীক Current Account ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।
ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যা যা প্রয়োজন:
১.Trade License এর কপি
২.জাতীয় পরিচয় পত্র
৩.আপনার সদ্য তোলা ছবি
IRC এবং ERC লাইসেন্স
Import Business এর জন্য IRC (Import Registration Certificate) লাগবে। এবং Export Business এর জন্য ERC (Export Registration Certificate) লাগবে।
প্রদানকারী সংস্থা > Office of the Chief Controller of Imports & Exports (CCI&E)
VAT Registration (BIN)
বর্তমান সময়ে সব Export Import ব্যবসার জন্য VAT Registration / BIN বাধ্যতামূলক।
HS Code সম্পর্কে জানতে হবে
HS Code (Harmonized System Code) যা হলো আন্তর্জাতিক পণ্য শনাক্তকরণ কোড। এজন্য আপনাকে HS Code সম্পর্কে জানতে হবে। প্রতিটি পণ্যের জন্য আলাদা আলাদা HS Code থাকে।
উদাহরণ স্বরূপ: T-Shirt এর HS Code HS Code: 6109। Mobile Phone এর HS Code: HS Code: 8517
Export Import Business এ মার্কেট রিসার্চ
Market Research করা কেন জরুরি?
১.পণ্যের চাহিদা বোঝার জন্য
২.পণ্যের দাম নির্ধারণের জন্য
৩.Competitor জানার জন্য
Export Import পণ্যের Market Research করার মাধ্যম
১. Google Trends
২. Alibaba, Global Sources
৩. Trade Map
৪. Amazon / eBay analysis
Export Import ব্যবসার জন্য বিদেশি Buyer খুঁজবেন কিভাবে?
১. B2B Website
২.Alibaba .com
৩.Tradekey
৪.GlobalSources
৫.Made-in-China
৬. Email Marketing (টার্গেটেড কোম্পানিকে প্রফেশনাল ইমেইল পাঠানো)
৭.Trade Fair & Expo
৮.Canton Fair
৯.International Trade Expo
১০. LinkedIn (Professional buyer খোঁজার জন্য গুরুত্বপূর্ণ )
Export Import ব্যবসার জন্য বিদেশি Supplier খুঁজবেন কিভাবে?
১.Alibaba
২.1688 (China)
৩.Made-in-China
৪.Factory Visit (যদি সম্ভব)
Export Import এর Payment Method
Export Payment Method
১. Advance Payment
২. Letter of Credit (LC)
৩. TT (Telegraphic Transfer)
৪. DP / DA
Import Payment Method
১.LC at Sight
২.Deferred LC
৩.TT Advance
LC (Letter of Credit) সহজ ভাষায়
LC হলো ব্যাংকের মাধ্যমে নিরাপদ ভাবে লেনদেন ব্যবস্থা কে বোঝানো হয়। বিশ্বাস যোগ্য যে, Buyer এর ব্যাংক Seller কে নিশ্চয়তা দেয়- নিরাপদ পেমেন্ট হবে।
Shipping & Logistics
Shipping Method
১. Sea Freight (জাহাজ)
২. Air Freight (বিমান)
৩ Road / Rail (প্রতিবেশী দেশ থেকে)
Incoterms (অত্যন্ত গুরুত্বপূর্ণ)
১.FOB
২.CIF
৩.CFR
৪.EXW
৫.DDP
Export Import ব্যবসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
Export Documents
১. Commercial Invoice
২. Packing List
৩. Bill of Lading / Airway Bill
৪. Certificate of Origin
৫. EXP Form
Import Documents
১. LC Copy
২. Invoice
৩. Packing List
৪. Bill of Entry
৫. Insurance Paper
কাস্টমস ক্লিয়ারেন্স এর জন্য করণীয়
১.Customs Agent (C&F Agent) নিয়োগ
২.HS Code অনুযায়ী Duty পরিশোধ
৩.পণ্য খালাস
Export Import ব্যবসার খরচ কত?
ছোট ব্যবসা বা নতুনদের জন্য
১. লাইসেন্স খরচ: আনুমানিক ২০,০০০৳ থেকে ৫০,০০০৳ টাকা
২. Initial Import/Export খরচ আনুমানিক ২ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত
৩. Medium Scale খরচ আনুমানিক ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত
Export Import ব্যবসার ঝুঁকি এবং সমাধান
ঝুঁকি
১.Fraud Buyer
২.Payment Delay
৩.Customs Problem
৪.Price Fluctuation
সমাধান
১.Verified Buyer
২.Secure Payment
৩.Proper Documentation
৪.Insurance
Export Import ব্যবসায় সফল হওয়ার পরামর্শ
১. ছোট চুক্তি ও পণ্য দিয়ে শুরু করুন
২. এক পণ্যের প্রতি ফোকাস করুন
৩. Buyer Trust তৈরি করুন
৪. Professional Communication
৫. নিয়মিত Market Update করুন
Online থেকে Export Import ব্যবসা শেখার রিসোর্স
১.YouTube Tutorials ভিডিও
২.Government Training (EPB)
৩.Online Courses
৪.Trade Seminars
নতুনদের জন্য কম ঝুঁকির মডেল
১.Indenting Business
২.নিজে পণ্য কিনবেন না
৩.কমিশনের উপর ব্যবসা করুন
৪.কম পুঁজি নিয়ে ব্যবসা করুন
মতামত
Export Import Business করতে হলে আপনার সঠিক জ্ঞান, ধৈর্য ও পরিকল্পনা থাকতে হবে।তবেই অল্প সময়ে সফল হওয়া সম্ভব হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে ছোট পরিসরে Export Import ব্যবসা শুরু করে, ধীরে ধীরে ব্যবসাকে বড় করুন। তবে আপনাকে পরামর্শ দেয় যে, আপনি সরাসরি Export Import ব্যবসার শুরু করবেন না। বরং একজন অভিজ্ঞ Export Import ব্যবসায়ীর নিকট থেকে ব্যবসার কাজে থেকে অভিজ্ঞতা নিয়েই ব্যবসা শুরু করবেন। এটিই আপনার সফল হওয়ার উত্তর মাধ্যম হবে।

1 thought on “নতুনরা Export Import Business কিভাবে করবেন”