অল্প পুঁজিতে কি কি ব্যবসা করা যায় ?

অল্প পুঁজিতে কি কি ব্যবসা করা যায়?

আজকের বিজ্ঞাপনে কি ভাবে বাংলাদেশে কম টাকায় লাভজনক ব্যবসা শুরু করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

বর্তমান সময়ে চাকরি পাওয়া খুব কষ্টের ও অনিশ্চয়তার, এর পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আর্থিক স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকে। প্রায় এই তিন টি কারণে অনেকেই আগের যে কোনো সময়ের তুলনায় অধিকাংশই নিজে ব্যবসা শুরু করতে আগ্রহী হন। কিন্তু বাস্তবতার সাথে অধিকাংশ মানুষের কাছেই মোটা অঙ্কের পুঁজি নেই। এজন্যই প্রশ্ন আসে যে,অল্প পুঁজি তে কি ব্যবসা করা সম্ভব হয়? উত্তর হলো: হ্যাঁ, অবশ্যই সম্ভব হয়। তবে এর আগে আমাদের জানা দরজার যে,

ক.অল্প পুঁজিতে ব্যবসা কী
খ.কত টাকা হলে “অল্প পুঁজি” ধরা যায়
গ.অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার ধরন
ঘ.অনলাইন ও অফলাইন ব্যবসার আইডিয়া
ঙ.গ্রাম ও শহরভিত্তিক ব্যবসা
চ.ব্যবসা শুরু করার ধাপসমূহ
ছ.ঝুঁকি ও সমাধান
ঝ.নতুন উদ্যোক্তাদের সাধারণ ভুল

অল্প পুঁজিতে ব্যবসা বলতে কী বোঝায়?

অল্প পুঁজিতে ব্যবসা হলো যেই আওব ব্যবসা করতে খুব বেশি টাকা বিনিয়োগ করতে হয় না। বড় কোনো অফিস লাগে না। একাধিক কর্মচারী লাগে না। ব্যবসায় ঝুঁকি কম থাকে। নিজের ব্যবসা কে ধীরে ধীরে বড় করা যায়। সাধারণত বাংলাদেশে ৫,০০০৳ থেকে ৫০,০০০ টাকার মধ্যে মূলধন কে অল্প পুঁজি হিসেবে ধরা হয়। কিছু ক্ষেত্রে ১০০০৳ টাকায় ব্যবসা শুরু করা যায়।

কেন অল্প পুঁজিতে ব্যবসা করা বুদ্ধিমানের কাজ?

ক. ব্যবসায় ঝুঁকি কম থাকে

ব্যবসায় বড় পুঁজি বিনিয়োগ করলে লোকসান হলে একবারে বড় ক্ষতি হয়। অল্প পুঁজিতে যদি লোকসান হলে আবারও ব্যবসায় ঘুরে দাঁড়ানো সহজ হয়।

খ. নতুনদের জন্য উপযোগী

ব্যবসার অভিজ্ঞতা না থাকলেও ছোট পরিসরে শুরু করা টা বুদ্ধিমানের সিদ্ধান্ত হবে।

অন্য বিজ্ঞাপন- মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্ভব কি?

গ. ধীরে ধীরে ব্যবসা বড় করা যায়

প্রথমে ছোট ব্যবসা দিয়ে শুরু করে, মাঝারি, এবং অভিজ্ঞতা হলে এককালীন ব্যবসা কে বড় করা যায়। এই পদ্ধতিতে ব্যবসা কে বাড়ানো যায়।

ঘ. ঋণ ছাড়াই ব্যবসা করা যায়

ব্যবসা করার জন্য অনেকেই ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। কিন্তু এই অল্প পুঁজিতে নিজের জমানো টাকায় দিয়ে ব্যবসা শুরু করা যায়।

অল্প পুঁজিতে কি কি ব্যবসা করা যায়

অল্প পুঁজিতে মূলত ৫ টি ব্যবসা করা সেরা হবে –

  • ক. অনলাইন ব্যবসা
    খ. সার্ভিস ভিত্তিক ব্যবসা
    গ. খাদ্য ভিত্তিক ব্যবসা
    ঘ. কৃষি এবং গ্রামীণ ব্যবসা
    ঙ. পুনঃবিক্রয় ব্যবসা (Reselling)

এই ৫ টি ব্যবসা সম্পর্কে এই বিজ্ঞাপনে বিস্তারিত আলোচনা করা হয়েছে –

অনলাইন ভিত্তিক অল্প পুঁজির ব্যবসা

বর্তমানে সময়ে অনলাইন ব্যবসা সব চেয়ে জনপ্রিয়তা পেয়েছে। কারণ এই অনলাইন ব্যবসায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর খরচগুলো তেমন লাগে না।

ক. ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা

ফেসবুক পেজের মাধ্যমে কি কি বিক্রি করবেন?

ক.পোশাক
খ.কসমেটিকস আইটেম
গ.গিফট আইটেম
ঘ.ঘরে তৈরি খাবার
ঙ.বই ও ইসলামিক পণ্য

এই ব্যবসায় প্রথম অবস্থায় পুঁজি

প্রথমে মাত্র ৫,০০০৳ থেকে ২০,০০০৳ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা কেনো লাভজনক?

ক.ফ্রি মার্কেটিং
খ.সরাসরি কাস্টমার
গ.ক্যাশ অন ডেলিভারি সুবিধা

ড্রপশিপিং ব্যবসা

ড্রপশিপিং ব্যবসা হলো আপনি কোনো পণ্য স্টক না রেখে বিক্রি করবেন।

ড্রপশিপিং কিভাবে কাজ করে?

আপনি পন্য বিক্রির জন্য অনলাইনে পণ্যের পোস্ট করবেন। এরপর অর্ডার পাইলে,কুরিয়ারে সাপ্লায়ার পণ্য পাঠাবেন। এর মিনিময়ে আপনি কমিশন পাবেন।

ড্রপশিপিং ব্যবসায় কেমন পুঁজি লাগে

ড্রপশিপিং ব্যবসায় প্রায় ০ ৳ টাকা থেকে ৫,০০০৳ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন।

ডিজিটাল প্রোডাক্ট বিক্রি

ক.ই-বুক
খ.কোর্স
গ.নোট

ডিজাইন টেমপ্লেট বিক্রি

একটি ডিজাইন টেমপ্লেট একবার তৈরি করলে সে টি বারবার বিক্রি করতে পারবেন ।

সার্ভিস ভিত্তিক অল্প পুঁজির ব্যবসা

সার্ভিস ভিত্তিক ব্যবসা টি আপনার দক্ষতা ই হলো মূল পুঁজি।

💠ফ্রিল্যান্সিং

ক.কনটেন্ট লেখা
খ.গ্রাফিক ডিজাইন
গ.ওয়েব ডিজাইন
ঘ.ডিজিটাল মার্কেটিং

অল্প পুঁজি + ইন্টারনেট + মোবাইল বা ল্যাপটপ সার্ভিসিং 

মোবাইল সার্ভিসিং বা রিচার্জ ব্যবসা

গ্রাম অঞ্চলে বা মফস্বলে এই ব্যবসা খুবই লাভজনক হয়ে থাকে।

অনলাইন টিউশনি ব্যবসা

ক.এসএসসি বা এইচএসসি
খ.মাদ্রাসা শিক্ষা
গ.কোচিং

খাদ্য ভিত্তিক ব্যবসা

বর্তমান সময়ে বাংলাদেশে খাবারের ব্যবসায় বিক্রির চাহিদা ব্যাপক চাহিদা রয়েছে। ।

ঘরে তৈরি খাবার বিক্রি ব্যবসা (জনপ্রিয়)

ক.পিঠা
খ.কেক
গ.আচার
ঘ.চানাচুর

খাদ্য ভিত্তিক ব্যবসায় পুঁজি

এই ব্যবসায় সর্বনিম্ন ৩,০০০৳ থেকে ১০,০০০৳ টাকা পর্যন্ত বিনিয়োগ করে ব্যবসা শুরু করলে ব্যাপকভাবে লাভ করা সম্ভব হবে।

ফুড কার্ট বা ভ্যান ব্যবসা

ক.চা
খ.ফুচকা
গ.বার্গার
ঘ.লাচ্ছি

কৃষি এবং গ্রামীণ অল্প পুঁজির ব্যবসা

গ্রামাঞ্চলে কম খরচে বড় লাভের ব্যবসা সুযোগ রয়েছে।

হাঁস-মুরগি পালন

ক.দেশি মুরগি
খ.লেয়ার
গ.ব্রয়লার

সবজি চাষ

ক.লাউ
খ.শসা
গ.মরিচ
ঘ.পালং শাক
ঙ.ছোট পুকুরে মাছ চাষ

রিসেলিং এবং ক্রয় বিক্রয় ব্যবসা

এক জায়গা থেকে ক্রয় করে অন্য জায়গায় বিক্রয় করবেন।

অন্য বিজ্ঞাপন – বাংলাদেশে মিথ্যা মামলা বা অভিযোগ করার শাস্তি

পাইকারি পণ্য কিনে খুচরা বিক্রি ব্যবসা

ক.মুদি দোকান
খ.কসমেটিকস দোকান
গ.স্টেশনারি দোকান

পুরাতন পণ্য ক্রয় বিক্রয়

ক.মোবাইল
খ.ফার্নিচার
গ.ইলেকট্রনিক্স

ছোট ব্যবসা শুরু করার ধাপ সমুহ-

ধাপ ক: ব্যবসার আইডিয়া নির্বাচন
ধাপ খ: বর্তমান মার্কেট রিসার্চ
ধাপ গ: বর্তমান বাজেট হিসাব
ধাপ ঘ: ব্যবসার মাধ্যম খোঁজা
ধাপ ঙ: ব্যবসার মার্কেটিং করা
ধাপ চ : কাস্টমার সার্ভিস ঠিক রাখা

নতুন উদ্যোক্তাদের সাধারণ কিছু ভুল

ক.এক সাথে সব টাকা খরচ করা
খ.জমা এবং খরচের হিসাব না রাখা
গ.অন্যের ব্যবসা দেখে ব্যবসা করা
ঘ.ধৈর্য না ধরা বা ধৈর্য হারিয়ে ফেলা

অল্প পুঁজিতে ব্যবসায় সফল হওয়ার পরামর্শ

✔ প্রথম অবস্থায় ছোট করে ব্যবসা শুরু করবেন।
✔ লাভ টাকা আবার ব্যবসায় বিনিয়োগ করুন।
✔ কাস্টমার কে গুরুত্ব দিন।
✔ নিয়মিত ব্যবসায় মনোযোগ দেন।

শেষ কথা ও মতামত

আপনার একটি চেষ্টা আপনাকে সাফল্যের দরজার পৌঁছে দিবে। অল্প পুঁজি তে ব্যবসা করে সফল হওয়া বাস্তব এবং প্রমাণিত সত্য। সৎ সাহস, সঠিক পরিকল্পনা, আপনার পরিশ্রম এবং ধৈর্য থাকলে আপনি ধীরে ধীরে একজন সফল উদ্যোক্তা হয়ে উঠবেন। তবে আপনার সামর্থ্য অনুযায়ী ব্যবসা শুরু করবেন। ছোট একটি ব্যবসা শুরু করার জন্য কখনো লোন বা ঋণ করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী প্রথমে ছোট একটি ব্যবসা শুরু করুন। এরপর লাভের টাকা আবার ব্যবসায় বিনিয়োগ করুন। এবং এই বিজ্ঞাপন টি পুনরায় ভালো করে, মনোযোগ দিয়ে পড়ুন, এরপর সিদ্ধান্ত নিন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোন ব্যবসা শুরু করবেন। এই বিজ্ঞাপন টি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন।

Spread the love

Leave a Comment